প্রিন্সিপালের বানী

বেশিরভাগ অভিভাবক জানেন না যে, তার সন্তানকে কোথায় ভর্তি করাবেন, কোথায় তার সন্তানের উভয়দিকের (ধর্মীয় ও আধুনিক) শিক্ষা নিশ্চিত হবে। অনেক সময় দেখা যায়, সন্তান হয়তো আধুনিক শিক্ষায় এগিয়ে যাচ্ছে, কিন্তু ইসলামী জ্ঞানে দূরে সরে যাচ্ছে। তাই আমরা আপনাদের সন্তানদের জন্য এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করেছি, যেখানে সন্তানরা পাবে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানেরও পূর্ণ সুযোগ। আমরা বিশ্বাস করি, আপনারা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য যে কষ্ট করেন, তার পূর্ণ ফসল তখনই পাবেন যখন সন্তান ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠবে। আমরা সেই দ্বীন ও দুনিয়ার সমন্বিত শিক্ষার ব্যবস্থা করছি যেখানে সন্তানরা দুনিয়ার জন্য যেমন সফল হবে, তেমনি আখিরাতের জন্যও প্রস্তুত হবে। আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তানদেরকে ইসলামী আদর্শে গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ➤ কীভাবে ভর্তি করবেন? আপনি সরাসরি আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করে অথবা অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এখানে একজন ভালো মানুষ এবং দক্ষ শিক্ষার্থী তৈরির নিরলস চেষ্টা করা হয়। তাই আমাদের দ্বার সবার জন্য উন্মুক্ত। কেন আমাদের প্রতিষ্ঠান? ✔️ আমরা ঐতিহ্যবাহী, যুগোপযোগী ধর্মীয় ও আধুনিক উচ্চমানের শিক্ষা দিচ্ছি। ✔️ অভিজ্ঞ, আন্তরিক ও দায়িত্বশীল শিক্ষক দ্বারা পাঠদান। ✔️ শিক্ষার্থীদের বয়স ও মানসিক পর্যায়ে উপযোগী শিক্ষা পদ্ধতি। ✔️ শিশুদের জন্য তিনটি ভাষায় (আরবি, বাংলা, ইংরেজি) শিক্ষা ব্যবস্থা। ✔️ Special Care: প্রতিটি শিক্ষার্থীর প্রতি বিশেষ মনোযোগ। ✔️ নিয়মিত নামাজ, আদব ও ইসলামী জীবনবিধান শিক্ষার বিশেষ আয়োজন। ✔️ সাংস্কৃতিক ও সহ-শিক্ষা কার্যক্রম (Cultural Programs)। ✔️ গৃহশিক্ষার বিকল্প হিসেবে মাদ্রাসায় সকাল-সন্ধ্যা পড়ার সুযোগ। ✔️ শুদ্ধ পাঠ্যক্রম (NCTB) ও সিলেবাস ভিত্তিক পাঠদান। ✔️ শিশুদের মানসিকতা অনুযায়ী পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা। ✔️ শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার ব্যবস্থা। ✔️ আন্তর্জাতিক মানের শিক্ষায় দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান। ✔️ সন্তানের পাঠদানের অগ্রগতি নিয়মিত অবগতির ব্যবস্থা। ✔️ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর উন্নয়ন পর্যবেক্ষণ।